ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম একসঙ্গে প্লেব্যাকে আঁখি-প্রতীক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
প্রথম একসঙ্গে প্লেব্যাকে আঁখি-প্রতীক আঁখি আলমগীর ও প্রতীক হাসান

জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর কন্যা সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী খালিদ হাসান মিলুর পুত্র সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। দুজনই বহু সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। তবে তারা একসঙ্গে প্লেব্যাক করেননি কখনো।

তবে এবারই প্রথম চলচ্চিত্রের গানে একসঙ্গে কণ্ঠ দিলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পীরা। নবাগত পরিচালক সাদিকুল ইসলাম লিংকন পরিচালিত ‘রিকশাওয়ালা ফুলমালা’ ছবির জন্য গেয়েছেন তারা।

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাংলানিউজকে প্রতীক হাসান বলেন, ‘আঁখি আপা জনপ্রিয় একজন শিল্পী। তার সঙ্গে বহুবার আমি মঞ্চে গান করেছি। চমৎকার একটা অনুভূতি। গানটাও সবার ভালো লাগবে। ’

‘রিকশাওয়ালা ফুলমালা’ ছবির এই টাইটেল ট্রাকটির কথা লিখেছেন আনোয়ার সিরাজী। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ঝংকার খন্দকার। গানটির রেকর্ডিংয়ের মধ্য দিয়ে নতুন ছবিটির যাত্রা শুরু হলো। ছবিটির নায়ক-নায়িকা এখনো ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।