ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্বের জন্য পাত্রী খুঁজছেন তার মা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
অপূর্বের জন্য পাত্রী খুঁজছেন তার মা! কোন আলো লাগলো চোখে নাটকের একটি দৃশ্য/ছবি: বাংলানিউজ

রাহাতের মা ছেলের জন্য পাত্রী খুঁজতে খুঁজতে বিরক্ত! কাউকেই পছন্দ হচ্ছে না তার। রাহাত চাকরি করেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। মা জানতে পারেন রাহাতের অফিসে অনেক মেয়ে কলিগ আছে। তাই তিনি সিদ্ধান্ত নেন সেখান থেকে রাহাতের পাত্রী ঠিক করবেন।

কলিগদের ভেতর থেকে রাহাতের মা ঠিক করেন নির্বাচিতাকে। কিন্তু রাহাত কি নির্বাচিতাকে তার মায়ের সিদ্ধান্ত জানাতে পারবেন?

জানতে হলে দেখতে অবে নাটক ‘কোন আলো লাগলো চোখে’।

তপু খানের পরিচালনায় সম্প্রতি নাটকটির শ্যুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। এতে রাহাতের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নির্বাচিতার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া ও রাহাতের মায়ের চরিত্রে ডলি জহুর।

নাটকটির ব্যাপারে বাংলানিউজকে অপূর্ব বলেন, নাটকের গল্পটা খুব মজার। পাত্রী খোঁজা নিয়ে সব ঘটনা। তপুর সঙ্গে কাজ করে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া নাদিয়া বেশ ভালো অভিনয় করেন। নাটকটি দর্শকের ভালো লাগবে।

‘কোন আলো লাগলো চোখে’ নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান। এতে আরও অভিনয় করেছেন জারা মিতু, কাজল সুবর্ণা ও আযাদ। খুব শিগগিরই বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।