ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলে গেলেন অভিনেতা-পরিচালক নীরজ ভোরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
চলে গেলেন অভিনেতা-পরিচালক নীরজ ভোরা নীরজ ভোরার অকাল প্রয়াণ, (ফাইল ছবি)

বলিউডের জনপ্রিয় পরিচালক, অভিনেতা নীরজ ভোরা আর নেই।

‘ফির হেরা ফেরি’ খ্যাত এ গুণী নির্মাতা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পাড়ি জমান না ফেরার দেশে।

বয়স হয়েছিল ৫৪ বছর।

অকাল মৃত্যুতে বলিউড পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। খবর শুনে অনেক অভিনেতা-অভিনেত্রী-চলচ্চিত্র সংশ্লিষ্টরা হাসপাতালে ছুটে যান।

জানা যায়, হার্ট অ্যাটাকের পর ব্রেন স্ট্রোক করেন তিনি। ফলে দীর্ঘদিন কোমায় ছিলেন। শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। বারেবারে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। মূলত পরিবারে কেউ না থাকায় ইন্ডাস্ট্রির কাছের বন্ধু প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িই ছিল তার ঠিকানা।  

গত বছর নীরজের স্ত্রীর মৃত্যু হয়। তাদের কোনো সন্তানও নেই।

‘কোম্পানি’, ‘মন’, ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘পুকার’র মতো অসংখ্য ছবিতে অভিনয় করেছেন নীরজ ভোরা। শুধু তাই নয়, ‘হেরা ফেরি’, ‘রঙ্গিলা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র চিত্রনাট্য এবং ‘ফির হেরা ফেরি’র মতো সুপার হিট ছবির পরিচালনাও করেছেন।

অসুস্থতার কারণে ‘হেরা ফেরি থ্রি’র কাজ বন্ধ ছিল। অনেকে মনে করছেন, ছবিটি পুরোপুরি স্থগিতই হয়ে গেলো।

তার অভিনয়ের কিছু দৃশ্য,

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭/আপডেট ১০৩৬ঘণ্টা
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।