ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারের বিদেশি ভাষার সংক্ষিপ্ত তালিকায় ৯ ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
অস্কারের বিদেশি ভাষার সংক্ষিপ্ত তালিকায় ৯ ছবি ছবি: সংগৃহীত

৯০তম অস্কারের বিদেশি ভাষার সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হলো। জমা পড়া ৯২টি ছবির মধ্য থেকে প্রাথমিকভাবে মনোনীত হয়েছে ৯টি ছবি। শুক্রবার (১৫ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।

ছবিগুলো হলো চিলির ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’, জার্মানির ‘ইন দ্য ফেড’, হাঙ্গেরির ‘অন বডি অ্যান্ড সৌল’, ইসরায়েলের ‘ফক্সট্রট’, লেবাননের ‘দ্য ইনসাল্ট’,  রাশিয়ার ‘লাভলেস’, সেনেগালের  ‘ফেলিসিট’, দক্ষিণ আফ্রিকার ‘দ্য উন্ড’ এবং সুইডেনের ‘দ্য স্কয়ার’।

সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়নি বাংলাদেশ থেকে পাঠানো আকরাম খান পরিচালিত ও জয়া আহসান অভিনীথ ‘খাঁচা’।

এছাড়া জায়গা পায়নি বলিউড অভিনেতা রাজকুমার রাও অভিনীত ভারতের আলোচিত ছবি ‘নিউটন’।

৯০তম অস্কারের মনোনয়ন তালিকায় ঘোষণা করা হবে ২০১৮ সালের ২৩ জানুয়ারি। এরপর ৪ মার্চ ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।