এর মধ্যে হানাদার বাহিনী চলে আসে গ্রামে। তারা স্কুল মাঠে ক্যাম্প করে।
সবকিছুই জানে ফোরকানের স্ত্রী শিউলী। এর মধ্যে এক রাতে শিউলীর বয়সী কুসুম এসে তাদের বাড়িতে আশ্রয় চায়। শিউলী কিছু বুঝে উঠতে না পেরে লুকিয়ে রাখে তাকে। কিন্তু মাঝরাতে কুসুমের কান্নার শব্দে টের পেয়ে যায় ফোরকান। তারপর কুসুমকে মিলিটারি ক্যাম্পে তুলে দেয় সে।
গল্পটি ‘সমর্পণ’ নাটকের। এতে ফোরকান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। জনপ্রিয় এই অভিনেতাকে পাওয়া যাবে রাজাকারের ভূমিকায়।
ফোরকানের স্ত্রীর চরিত্রে কাজ করেছেন নাদিয়া খানম। কুসুম হিসেবে আছেন রিমি করিম। তারা দু’জনই এ প্রজন্মের অভিনেত্রী।
‘সমর্পণ’ লিখেছেন মনসুর রহমান চঞ্চল, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিএসকে