ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

বিনোদন

ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে তৈমুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে তৈমুর বাবার সঙ্গে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে তৈমুর আলি খান

বুধবার (২০ ডিসেম্বর) প্রথম জন্মদিনের কেক কাটবে সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির ছেলে তৈমুর আলি খান। এ উপলক্ষ্যে গত ১৬ ডিসেম্বর পতৌদি প্যালেসে গিয়েছেন এই তারকা দম্পতি। যেখানে ধুমধাম করে পালন করা হবে তৈমুরের জন্মদিন।

এরই মধ্যে তাদের সঙ্গে যোগ দিয়েছেন কারিনার বোন ও বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। এমনকি পতৌদি প্রসাদে তোলা বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন লোলো (কারিশমার ডাকনাম)। যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। যেখানে দেখা যাচ্ছে, বাবার সঙ্গে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে তৈমুর আলি খান। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রি-বার্থডে সেলিব্রেশন, বেবি নবাব...। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।