ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

২৯ বছরের ছোট বান্ধবীকে বিয়ে করছেন মিলিন্দ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
২৯ বছরের ছোট বান্ধবীকে বিয়ে করছেন মিলিন্দ মিলিন্দ সোমান ও অঙ্কিতা কোনওয়ার

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় মডেল-অভিনেতা মিলিন্দ সোমান। দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে ২০১৮ সালের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তিনি। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

মজার ব্যাপার হলো- একই মাসের ১৯ তারিখে বিয়ে করবেন হলিউড অভিনেত্রী মেগাল মার্কেল ও ব্রিটেনের যুবরাজ হ্যারি।

জানা গেছে- গত মাসে গুয়াহাটিতে অঙ্কিতার বাড়িতে গিয়ে তার বাবা-মা, বন্ধু ও আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেছেন মিলিন্দ।

এমনকি তার ভাগনের জন্মদিন পার্টিতেও উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় এই মডেল।  

এদিকে, মিলিন্দের থেকে ২৯ বছরের ছোট অঙ্কিতা। এটি নিয়ে তার বাবা-মায়ের কোনও আপত্তি রয়েছে কিনা? এ প্রসঙ্গে অঙ্কিতার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘শুরুর দিকে এটি নিয়ে সমস্যা হলেও মিলিন্দের সঙ্গে দেখা করার পর সেটি আর নেই। ’

এর আগে, ২০০৬ সালে ফ্রেন্স অভিনেত্রী মিলেন জামপোনইকে বিয়ে করেছিলেন মিলিন্দ। খুব বেশি সুখকর হয়নি সেটি। ২০০৯ সালে সংসারের ইতি টানেন তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।