‘নাটকের নান্দনিকতায় উদ্ভাসিত থাক জীবনবোধ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে এই উৎসব।
উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
উৎসবের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালায় ‘নান্দনিক নাট্য সম্প্রদায়’ মঞ্চস্থ করবে ‘মহাবিদ্রোহ ও সম্রাট বাহদুর শাহ’ নাটক।
পরের দিন বুধবার (২৭ ডিসেম্বর) একই সময়ে একই নাট্যশালায় ‘নাট্যমঞ্চ সিলেট’ পরিবেশন করবে ‘বধ্যভূমিতে শেষদৃশ্য’।
উৎসবের তৃতীয় দিন বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফের ‘নান্দনিক নাট্য সম্প্রদায়’ পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ করবে ‘ক্লিওপেট্রা’।
আর উৎসবের শেষ দিন শুক্রবার (২৯ ডিসেম্বর) একই সময়ে একই থিয়েটারে প্রদর্শিত হবে ‘টু ইডিয়টস্’। নাটকটি মঞ্চস্থ করবে ‘কক্সবাজার থিয়েটার’।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এইচএ/