ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

ভক্তদের চমকে দিলেন শাকিব-ববি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ভক্তদের চমকে দিলেন শাকিব-ববি শাকিব-ববি একসঙ্গে, ছবি: বাংলানিউজ

ঢাকা: চারদিকে রঙের ছড়াছড়ি। এরমধ্যে লাল পোশাক গায়ে দলবল নিয়ে গলায় ঝোলানো ঢোল বাজাচ্ছেন শাকিব। নাকে নোলক পরে বাঙালি তরুণী সাজে দরজায় দাঁড়িয়ে অপেক্ষায় ববি।

এমন বেশেই পৃথকভাবে ধরা দিলেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ববি। সম্প্রতি দুজনের আলাদা দুইটি পোস্টার প্রকাশ পেয়েছে স্যোশাল মিডিয়ায়।

 

দুইটি পোস্টারই শাকিব-ববি জুটির নতুন ছবি ‘নোলকে’র। প্রকাশের পর পরই পোস্টার দুইটি প্রশংসা পায়। ‘রাজত্ব’ খ্যাত এ জুটির ভিন্ন লুকে উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে।  ছবির পোস্টারমঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভরতের হায়দ্রাবাদে ছবিটির প্রথম লটের শ্যুটিং শেষ হয়েছে। টানা ২৫ দিন সেখানে শ্যুটিং চলে। অংশ নেন শাকিব, ববি, ওমর সানি, মৌসুমী প্রমুখ। ‘নোলক’ পরিচালনা করছেন ছোট পর্দার তরুণ পরিচালক রাশেদ রাহা। গল্প লিখেছেন ফেরারী ফরহাদ।  

ছবিটির বাকি অংশের শ্যুটিং হবে বাংলাদেশে।

গত ২১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবিটির যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।