ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন অভিনেতা কল্যাণ কোরাইয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বিয়ে করলেন অভিনেতা কল্যাণ কোরাইয়া তেজগাঁওয়ের একটি গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতায় কল্যাণ ও গ্রেইস

অভিনেতা কল্যাণ কোরাইয়া বিয়ে করেছেন। পাত্রী গ্রেইস ভায়োলেট ডি’কস্তা। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের একটি গির্জায় খ্রিস্টান ধর্মীয় রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে। বিয়েতে উপস্থিত ছিলেন কল্যাণ ও গ্রেইসের পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা।

গ্রেইসের সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় থাকলেও তাদের প্রণয় দুই বছরের। মার্কিন প্রবাসী গ্রেইস সে দেশেই পড়াশোনা শেষ করেছেন।

যদিও ঢাকায় সংসার পাতার প্রস্তুতি নিয়েছে এই নবদম্পতি।  

অভিনেতা কল্যাণ জানান, বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও আসছে বছর শুরুতে কল্যাণ বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করবেন। সেখানে তার মিডিয়ার মানুষদের সঙ্গে আমন্ত্রণ পাবে তার ঘনিষ্ঠ জনেরা।

কল্যাণ কোরাইয়া দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করে আসছেন। বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এরমধ্যে রয়েছে ‘জোনাকির আলো’, ‘প্রার্থনা’ এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘মুখোশ মানুষ’।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।