ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

‘আদম পাচারকারী’ পরিচালক অনন্য মামুনের সদস্যপদ স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
‘আদম পাচারকারী’ পরিচালক অনন্য মামুনের সদস্যপদ স্থগিত অনন্য মামুন, (সংগৃহীত ছবি)

ঢাকা: মালয়েশিয়ায় আদম পাচারের অভিযোগে পরিচালক সমিতি অনন্য মামুনের সদস্যপদ স্থগিত করেছে।

সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এই সিদ্ধান্তের কথা বাংলানিউজকে জানান।  

তিনি বলেছেন, কিছুক্ষণ আগে বাংলাদেশ পরিচালক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে তার সদস্যপদ স্থগিত থাকবে এবং আগামী শনিবারের (৩০ ডিসেম্বর) আরেকটি বৈঠকে সবরকম তথ্য-প্রমাণের ভিত্তিতে স্থায়ীভাবে সদস্যপদ বাতিল করা হবে।

গত ২৪ ডিসেম্বর (রোববার) মালয়েশিয়ান পুলিশের হাতে আটক হন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। রাজধানী কুয়ালালামপুরের জালান ইপোর পুত্রা কোর্ট কন্ডোমিনিয়ামের একটি এপার্টমেন্ট থেকে ১৫ জন বাংলাদেশিসহ তাকে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।