সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে।
এ প্রসঙ্গে বালকি জানান, ‘একটা সম্পূর্ণ জাতি যে মানুষটিকে নিয়ে পাগল, তাকে নিয়ে আমি আর নতুন করে কী পাগল হবো? আমি শুধু ছবি করলে তাকে ছাড়া ভাবতে পারি না, এইটুকুই আমার দুর্বলতা।
আর বালকি তার প্রতিটি ছবিতেই অমিতাভের অভিনয় প্রতিভাকে নতুনভাবে সন্ধান করেছেন। একদিকে যেমন ‘চিনি কম’-এ আমরা অমিতাভকে ৬৪ বছর বয়সী এক প্রেমিকের চরিত্রে ছিলেন। অন্যদিকে ‘পা’তে আমরা তাকেই দেখেছি ১২ বছরের প্রাজোরিয়া আক্রান্ত এক কিশোরের চরিত্রে। আবার ‘শামিতাভ’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি।
সব মিলিয়ে বালকির প্রায় সব ছবিতেই কম বেশি তিনি উপস্থিত থাকেন, তাই ‘প্যাডম্যান’-এও যে কোথাও না কোথাও তার আবির্ভাব ঘটবে এটি বোধহয় আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন অনেকে।
আর বালকি পরিচালিত ‘প্যাডম্যান’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার পাশাপাশি আরও রয়েছেন, সোনাম কাপুর ও রাধিকা আপ্তে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো গত ২৫ জানুয়ারি। কিন্তু পরিচালক সঞ্জয়লীলা বানসালির অনুরোধে সেটি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি করেন অক্ষয়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
বিএসকে