কবি ও গীতিকার শেখ সাইফুল্লাহ রুমীর কথায় অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রিংকু, কাজী শুভ ও পূর্ণ মিলন। জি সিরিজের অগ্নিবীণা’র ব্যানারে অ্যালবামটি প্রকাশ পেয়েছে।
এ সম্পর্কে সাইফুল্লাহ রুমী শনিবার (১০ ফেব্রুয়ারি) বাংলানিউজকে বলেন, প্রেম, বিরহ-বিচ্ছেদ, আধ্যাত্মিক ও জীবনবোধের সংমিশ্রণে গানগুলো করা হয়েছে। ইতোমধ্যে অ্যালবামের গানগুলো শ্রোতাপ্রিয়তা পেতে শুরু করেছে। ইচ্ছে আছে খুব শিগগিরই অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করবো।
‘ব্যবধানে’ মোট গান থাকছে ছয়টি। গানগুলোর শিরোনাম যথাক্রমে- ‘তোমার বিচার একদিন হবে’, ‘কি সুখ দিবে আমারে সই’, ‘ভালোবাসি কইয়া বন্ধু’, ‘করলে সাধন’, ‘কার কাছে দিব নালিশ’ ও ‘সুখ পাইবো কবে’।
অ্যালবামটিতে সুর করেছেন মোবারক হোসেন ও এস রুহুল। সংগীত পরিচালনায় ছিলেন সুমন কল্যাণ ও মোবারক হোসেন। ‘ব্যবধান’র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জেআইএম/আরআর