প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, ছবির একটি দৃশ্যের প্রয়োজনে উঁচু জানালা থেকে নিচে ঝাঁপ দিতে হয় বিদ্যুতকে। আর সেখানেই ঘটে বিপত্তি।
এ ঘটনার পরই শ্যুটিং সেটে ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দেন তাকে। মাথায় ব্যান্ডেজ ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হলে রক্তপাত বন্ধ হয়।
দুর্ঘটনা প্রসঙ্গে বিদ্যুৎ ভারতীয় গণমাধ্যমে বলেন, একজন অ্যাকশন অভিনেতার দায়িত্ব তার ছবির স্ট্যান্ট তার নিজে করা। আমি আমার দায়িত্ব পালন করতে ঝুঁকি নিতেও ভয় পাই না।
গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও বিদ্যুৎ এবং পুরো শ্যুটিং ইউনিট দুর্ঘটনাটির দুই ঘণ্টা পর ফের শ্যুটিং শুরু করেন।
অ্যাকশন ও অ্যাডভেঞ্চার-নির্ভর ‘জংলি’ ছবির গল্পে দেখা যাবে হাতি ও মানব জাতির বন্ধুত্ব। এতে বিদ্যুতের সহশিল্পী বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এরইমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার। আগামী ৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জেআইএম/বিএসকে