অস্কার পুরস্কার হাতে ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কাঙ্ক্ষিত আসর হলো অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় বসেছিলো এর ৯০তম আসর। যেখানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড। ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি দেওয়া হয় তাকে।
পুরস্কার বিতরণী শেষে অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা যোগ দেন গভর্নরস বলের অফিশিয়াল ডিনারে। আর এখান থেকেই চুরি হয়ে যায় এবারের সেরা অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ডের অস্কার মূর্তি।
পরে অবশ্য সেটি তাকে ফিরিয়ে দেয় লস অ্যাঞ্জেলেস পুলিশ।
জানা গেছে- টেরি ব্রায়ান্ট নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি টিকিট কিনে অস্কারের অফিশিয়াল ডিনারে অংশ নিয়েছিলেন। আর সেখান থেকেই ফ্র্যান্সেসের অস্কার মূর্তিটি চুরি করেছিলেন তিনি। পরে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে লস অ্যাঞ্জেলেস পুলিশ। ২০ হাজার ডলারের বিনিময়ে তাকে আপাতত জামিন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।