উৎসবের আয়োজক নূরুল আলম আতিক বাংলানিউজকে জানান, উৎসবের উদ্বোধন করবেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। সেলিম তার মুক্তিপ্রতিক্ষীত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর কলাকুশলী নিয়ে অনুষ্ঠানে যোগ দেবেন।
উত্তরার ৩নং সেক্টরের রবীন্দ্র সরণীর বটতলায় বিকেল ৫টায় উৎসব শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত। উৎসবে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘বিসর্জন', ‘টুনেস’, ‘আই এম নোবডি, ‘সহজ মানুষ’, ‘শুকতারা’, ‘গহীন ঘর’, ‘একদিন’, ‘মধুকর’, ‘পাঠকের মৃত্যু’, ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতা পুনরারম্ভ’, ‘জল ও পানি’, ‘শ্যাডো অফ লাভ’।
আমন্ত্রিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবান বন্দী’, ‘এ লেটার টু গড’, ‘পৌনঃপুনিক’ ও ‘অঙ্গজ’।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, চিত্রনাট্য, চিত্রগ্রাহক, সম্পাদক, অভিনেতা, অভিনেত্রী ও সংগীতসহ মোট আটটি বিভাগে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জেআইএম/বিএসকে