ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ছোট পর্দায় ‘মনে রেখো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
ছোট পর্দায় ‘মনে রেখো’ ‘মনে রেখো’ নাটকের দৃশ্য

যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য সীমানার নিকটবর্তী গ্রামে তারিক খন্দকারের বাড়িতে সাময়িক আশ্রয় নেন আজহার, রমজান, খসরু ও রজনী। তারিকের সঙ্গে তার ছোট মেয়ে শাহানা থাকেন। অতিথিদের আপ্যায়ন করার দায়িত্ব তার ওপরই পড়ে।

ঘটনাচক্রে ভালো লাগা থেকে আজাহারের সঙ্গে শাহানার প্রেম হয়ে যায়। আজহারদের যাবার দিন ঘনিয়ে আসে আর শাহানার বুকে প্রিয় মানুষকে হারানোর শঙ্কা বাঁধতে থাকে।

সেও সিদ্ধান্ত নেয় যুদ্ধে যাওয়ার। এরপর কি হবে? তা জানলে হলে দেখতে হবে নাটক ‘মনে রেখো’।

নাটকটি নির্মাণ করেছেন জুয়েল মাহমুদ। যৌথভাবে রচনা করেছেন রশিদ ইকবাল ও শাজাহান সৌরভ। এতে অভিনয় করেছেন সজল, মোমেন ও অভিনেত্রী স্নিগ্ধা।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে  প্রচারিত হবে ‘মনে রেখো’।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।