ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ওয়েলকাম হোম বেবি গার্ল মালালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
‘ওয়েলকাম হোম বেবি গার্ল মালালা’ মালালা ইউসুফজাই ও মাহিরা খান

প্রায় ছয় বছর বিদেশে কাটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন মালালা ইউসুফজাই। বুধবার (২৮ মার্চ) দিনগত রাত ১টা ৪১ মিনিটে নিজ দেশ পাকিস্তানে পৌঁছায় মালালা।

এদিকে, মালালার ফিরে আসার খবরে তাকে স্বাগতম জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মাহিরা লিখেছেন, ‘ওয়েলকাম হোম বেবি গার্ল মালালা।

নারীশিক্ষার পক্ষে কথা বলায় ২০১২ সালের ৯ অক্টোবরে একজন তালেবান বন্দুকধারী তাকে গুলি করে। সংকটাপন্ন অবস্থায় কিশোরী মালালাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে বার্মিংহ্যাম শহরের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন মালালা। এরই মধ্যে তাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।