ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেশের ১১৩ প্রেক্ষাগৃহে শাকিবের ‘নাকাব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
দেশের ১১৩ প্রেক্ষাগৃহে শাকিবের ‘নাকাব’ 'নাকাব' সিনেমার পোস্টার

বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ভারতীয় সিনেমা ‘নাকাব’। সকল জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।

দেশের মোট ১১৩ টি প্রেক্ষাগৃহে ‘নাকাব’ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নুসরাত ও সায়ন্তিকা।

পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস।

ভৌতিক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে শাকিবকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। গল্পে অদ্ভুত ক্ষমতার অধিকারী শাকিব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পান ও তাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন।

‘নাকাব’ প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। গত ২১ সেপ্টেম্বর এটি কলকাতায় মুক্তি পেয়েছে। এক সপ্তাহ পর শুক্রবার মুক্তি পেলো বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।