ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মঞ্চে আসছে নতুন নাটক ‘ম্যাকবেথ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
মঞ্চে আসছে নতুন নাটক ‘ম্যাকবেথ’ ম্যাকবেথ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়ার রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক নাটক ‘ম্যাকবেথ’ মঞ্চে আসছে আগামী ৯ অক্টোবর।

বিভাগের অধ্যাপক ও নাট্যব্যাক্তিত্ব ড. ইসরাফিল শাহীন নাটকটি নির্দেশনা দিচ্ছেন। এমএ শেষ সেমিস্টারের শিক্ষার্থী অভিনীত ‘ম্যাকবেথ’ নাটকটির মোট ৮টি প্রদর্শনী হবে আসছে ৯, ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায়।

১২ ও ১৩ অক্টোবর বিকাল ৪ টা ও সন্ধ্যা ৭ টায়।  

৯ অক্টোবর নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন খ্যাতনামা নির্দেশক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ।  

এ প্রসঙ্গে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বলেন,  আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্ম দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ।  

‘ম্যাকবেথ’ নাটকটির প্রতিটি প্রদর্শনীতে আসন সংখ্যা ৮৫টি এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ ও ২০০ টাকা।  

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।