ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ হলো রাফাতের ‘মন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
প্রকাশ হলো রাফাতের ‘মন’ সঙ্গীতশিল্পী শাহরিয়ার রাফাত

সঙ্গীতশিল্পী শাহরিয়ার রাফাত গান গাওয়ার পাশাপাশি নিয়মিত সঙ্গীত পরিচালনা করছেন। সোমবার (১৪ জানুয়ারি) নিজ কণ্ঠের ‘মন’ শিরোনামে একটি লিরিক্যাল ভিডিও প্রকাশ করলেন এই গায়ক। 

এত ভালোবাসা তুই দিলি তাই/একটু নয়, তোকে পুরোটা চাই- এমন কথার গানটিতে কণ্ঠে দেওয়া ছাড়াও সুর-সঙ্গীতায়োজন করেছেন রাফাত নিজেই। কথা মেহেদী হাসান লিমনের।

এটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে শাহরিয়ার রাফাত বাংলানিউজকে বলেন, আমি চেষ্টা করেছি ভালো একটি গান করার। এটি এখন লিরিক্যাল ভিডিওতে প্রকাশ পেয়েছে। শ্রোতারা চাইলে সামনে গানটি ভিডিওতে প্রকাশ করবো।

অডিওর পাশাপাশি সিনেমার গানও করছেন রাফাত। সর্বশেষ কোনালের সঙ্গে ‘ভালোবাসার জ্বালাতন’ শিরোনামে ‘রাজকন্যা’ সিনেমায় একটি গান করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন রাজু চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।