ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার ‘টিরিগিরি টক্কা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
আবার ‘টিরিগিরি টক্কা’ শিশু শিল্পীর সঙ্গে নিথর মাহবুব

বাংলাদেশে শিশু-কিশোরদের জন্য দুরন্ত টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’। শুরুর দিকে প্রচারের পরই শিশু-কিশোরমহলে নাটকটি বেশ প্রশংসিত হয়। আলোচিত হয় ‘বজলু চোর’ চরিত্রটিও।

কিন্তু চ্যানেলটি মাত্র প্রচারে আসায় দেশের অনেক জায়গার দর্শক ইচ্ছে থাকা সত্ত্বেও নাটকটি তখন দেখতে পারেননি।  

তাই দুরন্ত টিভিতে ‘টিরিগিরি টক্কা’ আবার প্রচার হচ্ছে।

নাটকটি রচনা করেছেন এম আসলাম লিটন। পরিচালনায় তৌহিদ বিপ্লব খান।  

এতে নেগেটিভ চরিত্র হয়েও ‘বজলু চোর’ শিশু-কিশোরদের পছন্দের চরিত্র হয়ে উঠে। এর মাধ্যমে দীর্ঘদিন পর আলোচনায় আসে টিভি নাটকের কোনো চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন মূকাকু’খ্যাত তারকা মাইম শিল্পী নিথর মাহবুব।

নাটকটিতে আরও অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, নদী, তুর্য, ইরা, সুজাত শিমূল, ফখরুজ্জামান চৌধুরী, ঝুমু মজুমদার, নিলা ইসরাফিল, নিথর মাহবুব প্রমুখ।

‘টিরিগিরি টক্কা’ একটি আকর্ষণীয় ও রোমাঞ্চকর শিশুতোষ ধারাবাহিক নাটক। মজার মজার ঘটনাগুলোর মধ্য দিয়ে পৃথিবীকে রক্ষার ক্ষুদ্র প্রচেষ্টাগুলো তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শিশুদের শেখাবে কিভাবে ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা পৃথিবীকে সুন্দর ও বসবাসযোগ্য রাখতে পারি।

সম্প্রতি আবার ‘টিরিটিরি টক্কা’ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এবং রাত ১টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।