ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার প্রেক্ষাগৃহে বাচ্চু’র তৃতীয় সিনেমা ‘আলফা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
চার প্রেক্ষাগৃহে বাচ্চু’র তৃতীয় সিনেমা ‘আলফা’ ‘আলফা’র পোস্টার

শুক্রবার (২৬ এপ্রিল) মুক্তি পেয়েছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আলফা’। ঢাকার বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমা ও চট্টগ্রামের প্লাটিনাম মিলিয়ে মোট চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাচ্চুর নির্মিত তৃতীয় সিনেমাটি।

গুণী এই নির্মাতার কাহিনী ও চিত্রনাট্যে সিনেমাটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ।

‘আলফা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন- চিত্রশিল্পী আলমগীর কবীর, অভিনেত্রী দোয়েল ম্যাশ ও মুস্তাফিজ নুর ইমরান।

এছাড়া গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানসহ অভিনয় করেছেন আরও অনেকে।

এর গল্পে দেখা যাবে, কখনো কঠিন, আবার কখনো নিন্দনীয় বাস্তবতায় ঠাসা জীবন। দার্শনিক ভঙ্গিতে রাষ্ট্রের অনেক স্পর্শকাতর বিষয় উঠে এসেছে সিনেমাটিতে।  

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবেও।

এর আগে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ‘একাত্তরের যীশু’ ও ‘গেরিলা’ নামের দুটি সিনেমা নির্মাণ করেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
ওএফবি

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।