এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ ব্যান্ড সনি ডিএডিসি’র সঙ্গে দু’টি অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যা প্রচারিত হবে আন্তর্জাতিকভাবে। তারা বলিউড সিনেমার একটি গানও গাইবেন।
ফাইনাল অনুষ্ঠানের শেষ অংশে বিজয়ী চারজন জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের সঙ্গে পারফর্ম করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার, সনি ডিএডিসি’র ডিরেক্টর এবং হেড অব ইন্ডিয়া জোজি ম্যামেন, হোন্ডা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশেকুর রহমান ও ক্রেইন্সের ম্যানেজিং ডিরেক্টর রাবেত খান।
পুরো অনুষ্ঠানটি ছিলো একটি মিউজিক, লাইট, লেজার এবং অ্যানিমেশনের চমৎকার প্রদর্শনী। চারজন বিচারকের পাশাপাশি, জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা অনুষ্ঠানে পারফর্ম করেন। পুরো প্রোগ্রাম উপভোগ করতে আসেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা।
বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মে ৭, ২০১৯
ওএইচ/