ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এসএসসির ফল নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন পূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ৭, ২০১৯
এসএসসির ফল নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন পূজা পূজা চেরী। ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজ

২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার (০৬ মে) এসএসসি পরীক্ষার ফল পেয়েছেন পূজা। বাংলানিউজসহ দেশের বেশকিছু গণমাধ্যমে তিনি জানান বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ৪.৩৩ পেয়ে ‘এ গ্রেড’ নিয়ে পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। রেজাল্ট নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন এ তারকা।

তবে পূজার এসএসসির রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ও ১৬২২২ নাম্বারে এসএমএস করে জানা যায় ৪.৩৩ নয়, তিনি জিপিএ ৩.৩৩ পেয়ে ‘বি গ্রেড’-এ উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা দিয়েছেন মগবাজার গার্লস হাই স্কুল থেকে।

তবে পূজা পড়াশোনা শুরু করেন ঢাকা ক্যান্ট গার্লস স্কুল থেকে।

এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে ভুল তথ্য দিয়ে পূজা বিতর্কের মুখে পড়েছেন। প্রাপ্ত জিপিএ থেকে বাড়িয়ে জিপিএ বলায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

এই নিয়ে বাংলানিউজের পক্ষ থেকে একাধিকবার পূজা চেরীর মোবাইলে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।

শিশুশিল্পী থেকে সিনেমার নায়িকা হয়েছেন পূজা চেরী। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই বড় পর্দায় থিতু হয়েছেন তিনি। ‘নূর জাহান’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এছাড়া ‘পোড়ামন ২’ ও ‘দহন’র মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ০৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।