বামসি পাইডিপাল্লি পরিচালিত সামাজিক গল্পের সিনেমাটি মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে অনেকে বলছেন, এটিই মহেশ বাবুর ক্যারিয়ারের সেরা একটি সিনেমা হতে যাচ্ছে।
মুক্তির প্রথম দিন হায়দ্রাবাদের নিজাম থেকেই শুধু ‘মহর্ষি’র আয় ৬ কোটি ৩৮ লাখ রুপি। গুনটুর থেকে ৪ কোটি ৪০ লাখ ও চেন্নাই থেকে ২৩ লাখ আয় করেছে সিনেমাটি। এটি মহেশ বাবুর মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম দিনের সর্বোচ্চ আয়।
এছাড়া আন্তর্জাতিক বাজারে শুধু যুক্তরাষ্ট্র থেকে ‘মহর্ষি’র আয় ৩ কোটি ৫৭ লাখ রুপি। সিনেমাটির আয় ধীরে ধীরে আরও বাড়বে বলে জানান চলচ্চিত্র সমালোচকরা।
সিনেমাটির গল্পে ঋষি একজন ব্যবসায়ী, যে কিনা বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে ভারত ফেরেন। এর তিনি জনগণের রক্ষক হয়ে উঠেন এবং সংগ্রামরত কৃষকদের সহায়তা করেন। সিনেমাটিতে ঋষি চরিত্রে মহেশ বাবু অভিনয় করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ১০, ২০১৯
জেআইএম