ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’র একটি দৃশ্য

বিশ্বজুড়ে পোকেমন গেমের জনপ্রিয়তা অনেক। এই গেম নিয়ে নির্মিত হয়েছ সিনেমা ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’। গত শুক্রবার (১০ মে) সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। এক সপ্তাহ পর শুক্রবার (১৭ মে) এটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

ভিডিও গেম ডিটেকটিভ পিকাচু অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন রব লেটারম্যান।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ড। আরও রয়েছেন জাস্টিস স্মিথ, ক্যাথরিন নিউটন, সুকি ওয়াটারহাউজ প্রমুখ।

২০১৬ সালে বাজারে আসে পোকেমন কোম্পানির নতুন গেম ‘ডিটেকটিভ পিকাচু’। গেমটি বেশ জনপ্রিয়তা পায়। তখনই এই গেম নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তাদের সঙ্গে প্রযোজনায় যুক্ত হয় ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্স।

পোকেমন ফ্রাঞ্চাইজির প্রথম লাইভ অ্যাকশন সিনেমা এটি। এতে ডিটেকটিভ পিকাচু (রায়ান) জাস্টিন স্মিথকে সাহায্য করবেন তার মাকে খুঁজে পেতে। সেখানে ক্যাথরিন নিউটন থাকছেন সাহসী সাংবাদিক হিসেবে। আরও দেখা যাবে সুকি ওয়াটারহাউস, কেন ওয়াতানাবে ও বিল নিগিকে।

৩ মে জাপানে মুক্তি পেলে ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ বেশ ভালো সাড়া ফেলে। আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও দর্শকদের মন জয় করবে সিনেমাটি। প্রকাশিত ট্রেলারগুলোও যথেষ্ট আগ্রহ তৈরি করেছে দর্শকদের।

**'পোকেমন: ডিটেকটিভ পিকাচু'র ট্রেলার
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।