রথীন্দ্রনাথের জন্য ‘যাপিত জীবন আনন্দ লগন’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন নির্মাতা নিজেই। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।
এর আগে ২০০০ সালে আলাউদ্দীন আলীর সুরে ‘হৃদয়ের বন্ধন’ সিনেমায় সর্বশেষ গান করেছিলেন রথীন্দ্রনাথ রায়। দীর্ঘদিন পর কীর্তন আঙ্গিকের এই গানটি গেয়ে ভালোলাগা প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী।
এই গান প্রসঙ্গে রথীন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, জাতীয় বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যে দেশে আসি। এ সময়ে টিভি অনুষ্ঠানগুলো করি। সিনেমাতেও গান করতে চাই। কিন্তু এখনো তো আর ঐ রকম সিনেমা হয় না। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও গাইতে পারি না। তবে ভালো গানের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করবো।
এ প্রসঙ্গে নিশীথ সূর্য বাংলানিউজকে বলেন, গানটি বছর দুয়েক আগের লেখা। সুর করার পর মনে হলো, দাদার কণ্ঠে গানটি বেশ যাবে। শেষ পর্যন্ত ওনার মতো একজন গুণী মানুষের সঙ্গে কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।
চলচ্চিত্রের মাধ্যমে অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন রথীন্দ্রনাথ। এর মধ্যে ‘অন্ধ বধূ’ সিনেমায় ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’, ‘নাগরদোলা’ সিনেমায় ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’। এছাড়া ‘ফকির মজনু শাহ’ সিনেমায় ‘সবাই বলে বয়স বাড়ে’ এবং ‘নালিশ’ সিনেমায় ‘খোদার ঘরে নালিশ করতে দিলো না আমারে’ গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে।
সঙ্গীতে অবদানের জন্য ১৯৯৫ সালে একুশে পদক- এ ভূষিত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী। এছাড়া দেশ-বিদেশের আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন রথীন্দ্রনাথ রায়।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৯
ওএফবি