ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে ‘আনন্দমেলা’য় মাহির নাচ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৯
ঈদে ‘আনন্দমেলা’য় মাহির নাচ 'আনন্দমেলা'র মঞ্চে নাচ পরিবেশন করছেন মাহিয়া মাহি

প্রতি বছরের মতো আসন্ন ঈদুল ফিতরেও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হতে যাচ্ছে জমকালো ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবার প্রথমবারের মতো অনুষ্ঠানটিতে নাচতে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

সোমবার (২০মে) রাতে বিটিভিতে মাহির অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। এতে তিনি একসঙ্গে ‘ম্যাজিক মামনি’, ‘টুপটাপ’ ও ‘জিতবে এবার জিতবে ক্রিকেট’র গানের সঙ্গে পারফর্ম করেছেন।

পারফর্মেন্সটি কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম এবং তার সাথে ছিল ঈগলস ডান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পী।  

এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, নাচ আমার অনেক পছন্দ। আর তানজিল ভাইয়ের কোরিওগ্রাফি মানেই নাচে নতুনত্ব ও ভিন্নতা যা আন্তর্জাতিক মানের। আমি ও আমার পরিবারের সবাই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের ভক্ত। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে আমি খুব আনন্দিত। 'আনন্দমেলা'র মঞ্চে নাচ পরিবেশন করছেন মাহিয়া মাহিতানজিল বলেন, দর্শকদের কথা বিবেচনা করে আমি প্রতি বছরই ‘আনন্দমেলা’তে ভিন্নতা রাখার চেষ্টা করি। আর সেজন্যই এবার মাহিয়া মাহিকে নিয়ে রয়েছে দর্শকদের জন্য  অন্যরকম চমক। এছাড়া বিশ্বকাপ ক্রিকেটকে মাথায় রেখে পারফরমেন্সটি তৈরি করেছি।

‘আনন্দমেলা’ অনুষ্ঠানের প্রযোজক মাহাফুজার রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।