এদিকে তমালের কাজিন হচ্ছে অনুলি। অনুলি এক বিচিত্র ঝামেলায় পড়েছে।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এতে অভিনয় করেছেন সজল, সালহা খানম নাদিয়া, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, পীরজাদা হারুন, অনুভব মাহবুব, আহসান কবির, অনন্যা, কৃত্তিকাসহ অনেকে। নাটকটি পরিবেশনা করেছেন এন আর মিডিয়া।
এ প্রসঙ্গে শফিকুর রহমান শান্তনু বলেন, নাটকটিতে রোমান্টিক কমেডির আবহে এ সময়ের তরুণ-তরুণীদের জীবন যাত্রার এক নাটকীয় প্রতিফলন দেখা যাবে।
পরিচালক নাজমুল রনি বলেন, গল্পে ঠাট্টার ছলে কিছু সামাজিক বার্তা আছে যে কারণে নির্মাণ করেছি। শিল্পীরাও আনন্দের সাথে কাজ করেছে। আশা করছি দর্শকের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে নাটকটি।
ঈদের দিন থেকে টানা ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ঝগড়া চলছে’ প্রতিদিন রাত সাড়ে ৯টায় এস এ টিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, মে ২১, ২০১৯
জেআইএম