ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জহির রায়হানের উপন্যাস থেকে টেলিফিল্ম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
জহির রায়হানের উপন্যাস থেকে টেলিফিল্ম ইরফান সাজ্জাদ ও অর্ষা

প্রখ্যাত উপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম। এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার, দিলু খান প্রমুখ।  

হাসান রেজাউল বলেন, আমি সাহিত্য নির্ভর কাজ বেশি করি।

এর আগে হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, শামসুল হকের মতো লেখকদের সাহিত্যকর্ম নিয়ে কাজ করেছি।  

‘শেষ বিকেলের মেয়ে’ নামটি পরিবর্তন হতে পারে। দু’দিন আগে শুটিং শেষ করেছি। ’

জহির রায়হানের অনেক উপন্যাস আগে পড়লেও তার সৃষ্টিতে প্রথমবার কাজ করলেন অভিনেতা ইরফান সাজ্জাদ।  

কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ঠিকঠাক ধরে ধরে কাজটি করা হয়েছে। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে। টানা চারদিন শুটিং হয়েছে। এমনকি মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে।  

বঙ্গ প্রযোজিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘শেষ বিকেলের মেয়ে’ প্রচার হবে এনটিভিতে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।