টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার, দিলু খান প্রমুখ।
হাসান রেজাউল বলেন, আমি সাহিত্য নির্ভর কাজ বেশি করি।
‘শেষ বিকেলের মেয়ে’ নামটি পরিবর্তন হতে পারে। দু’দিন আগে শুটিং শেষ করেছি। ’
জহির রায়হানের অনেক উপন্যাস আগে পড়লেও তার সৃষ্টিতে প্রথমবার কাজ করলেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ঠিকঠাক ধরে ধরে কাজটি করা হয়েছে। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে। টানা চারদিন শুটিং হয়েছে। এমনকি মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে।
বঙ্গ প্রযোজিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘শেষ বিকেলের মেয়ে’ প্রচার হবে এনটিভিতে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ২২, ২০১৯
জেআইএম