‘দোস্ত দুশমন’ টেলিফিল্মটির মূল গল্প নির্মাতা সহিদ উন নবীর। যৌথভাবে চিত্রনাট্য করেছেন শিহাব মাছুম ও পরিচালক নিজেই।
এ প্রসঙ্গে নির্মাতা সহিদ উন নবী বলেন, দুই বছর আগে এ গল্পটি মাথায় আসে। এরপর বিভিন্নভাবে মোরগ লড়াই তথ্য সংগ্রহ করে চিত্রনাট্য সাজাই। মোরগ লড়াইয়ের ঐহিত্যকে টিভি পর্দায় আমিই প্রথম তুলে আনছেন।
তিনি আরও জানান, রাজধানীর বসিলায় ৫ তলা একটি বাড়িতে ২০ বছর ধরে লড়াইয়ের অংশ নেয়া মোরগ পালেন এক ব্যক্তি। এই মোরগগুলো বিভিন্ন জেলায় মোরগ লড়াইয়ে অংশ নেয়। সেখান থেকে ৪০টি মোরগ এনে টেলিফিল্মটির শুটিং করেছেন নবী।
সূত্রাপুর, বসিলা, গেণ্ডারিয়ার, লালবাগ বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং হয়েছে। অনলাইন কনটেন্ট প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় আসন্ন ঈদুল ফিতরে এনটিভিতে ‘দোস্ত দুশমন’ প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
জেআইএম