এর গল্পে দেখা যাবে, ভালোবেসে বিয়ে করেন অপূর্ব-সাবিলা। বিয়ের কিছুদিন যেতেই তাদের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব।
অপূর্ব-সাবিলা নূর ছাড়াও ‘এভাবেও ফিরে আসা যায়’- এ আরও অভিনয় করেছেন মনিরুল ইসলাম মনির, পীরজাদা শহীদুল হারুন, টুম্পা ডি আফ্রি, সেজুতি ইসলাম, করভি মিজান রিজভী প্রমুখ।
গল্পের প্রয়োজনে এতে ব্যবহৃত হয়েছে দুটি গান। একটি গেয়েছেন মাহতিম শাকিব। গানের শিরোনাম ‘শিরোনামে তুই’। এর সুর সঙ্গীতায়োজন করেছেন নাবিদ সালেহীন নিলয়। এছাড়া থাকছে তাহসিন আহমেদ ও ঐশ্বর্য’র কণ্ঠে ‘বারণ’। স্নেহাশীষ ঘোষের কথায় এর সুর-সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ।
সময় চূড়ান্ত না হলেও ঈদ আয়োজনে সাউন্ডেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘এভাবেও কি ফিরে আসা যায়’।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুন ০২, ২০১৯
ওএফবি