ঈদের বিশেষ আয়োজনে পাঁচজন চলচ্চিত্র তারকা কে কোথায় ঈদ করছেন তা নিয়ে কথা বলেছেন বাংলানিউজের সঙ্গে-
আমিন খান
আমার ঈদ সবসময় ভালো যায়। কারণ ঈদ এলে সবাইকে উপহার দিতে পারি এবং পাইও।
নুসরাত ইমরোজ তিশা
সাধারণত ঢাকাতেই ঈদ করা হয়। এবারও পরিবারের সঙ্গে রাজধানীতে থাকছি। প্রতিটি ঈদই নতুন নতুন স্মৃতি নিয়ে আসে, নতুন আনন্দে আমাদের রাঙ্গিয়ে দেয়। আশা করছি এবারের ঈদও পরিবারের সঙ্গে ভালো কাটবে, অনেক মজা করবো, ভালো কিছু স্মৃতি জমা হবে।
আইরিন সুলতানা
বাবা-মাকে ছাড়া ঈদ কল্পনাই করতে পারি না। তাই প্রতি বছর যশোরের নোয়াপাড়ায় আমার গ্রামের বাড়িতে ঈদ করি। এবারও ব্যতিক্রম ঘটছে না। চাঁদ রাতে গ্রামে যাচ্ছি। মনে হয় কতদিন পর বাবা-মা, ভাই-ভাবিকে দেখবো। শত ব্যস্ততার মধ্যে সবার জন্য কিছু না কিছু কিনেছি।
তাসকিন রহমান
চার বছর পর ঢাকায় ঈদ করছি। আমি অস্ট্রেলিয়া বসবাস করি, সেখানেই আগের ঈদগুলো করা হয়েছে। এবার পরিবারের সবাই আমাকে পেয়ে বেশ খুশি। তাছাড়া ঈদে নিজ দেশে থাকতে পারছি, আপনজনকে কাছে পাচ্ছি, মিডিয়ার বন্ধুদের সঙ্গে আনন্দে উদযাপন করতে পারছি-সে জন্য আমি উচ্ছ্বসিত।
নিরব হোসেন
ছোটবেলায় মাত্র একবার বাবার সঙ্গে গিয়ে রাজবাড়িতে আমাদের গ্রামে ঈদ করেছিলাম। এরপর থেকে ঢাকাতেই ঈদ করা হয়। এখন বাবা নেই, হয়তো আর কখনো বাড়িতেও ঈদ করা হবে না। তবে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ঢাকায় ঈদ করতে বেশ ভালোই লাগে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
জেআইএম