ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শারদীয় উৎসবে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
শারদীয় উৎসবে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’ ‘জাদুর প্রদীপ’ নাটকের একটি দৃশ্য

নাট্যসংগঠন স্বপ্নদল’র আলোচিত মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’। ‘আরব্য রজনী’র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাস ও নির্দেশনায় জাহিদ রিপন। 

রোববার (৬ অক্টোবর) রাত ৮টায় ঢাকার সবুজবাগস্থ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গনে আয়োজিত ‘শারদীয় নাট্যোৎসব ২০১৯’-এ নাটকটির ৩৪তম মঞ্চায়ন হবে। এছাড়া বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এর ৩৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

বিশ্বব্যাপী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’র প্রদীপ-আলাদিন-জাদুকর-রাজকন্যা-দৈত্যনির্ভর কাহিনিটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’- এ এটি নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর।  

এছাড়া ‘জাদুর প্রদীপ’ প্রযোজনায় ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাঙলা মূকাভিনয়রীতি’ নির্মাণের ব্যবহারিক গবেষণাও অন্যতম উদ্দেশ্য ছিল।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় রয়েছেন- জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, আঁচল, হ্যাপী, ঊষা, অন্তর, সবুজ, সম্রাট, অর্ক, সুকুমার, মাসুদ, জাহিদ, বিপুল, আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।