ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন আশা ভোঁসলে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন আশা ভোঁসলে

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের স্যালফোর্ড ইউনিভার্সিটি তাকে এই সম্মাননা প্রদান করেছে।

সোমবার (৭ অক্টোবর) আশা ভোঁসলে নিজেই এই খবর জানিয়েছেন। এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ডক্টরেট সম্মাননা গ্রহণের ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন তিনি।

 

ডক্টরেট সম্মাননা গ্রহণ করছেন আশা ভোঁসলে

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে নিজের আলোতেই উদ্ভাসিত। সংগীতজগতে নিজস্ব মর্যাদায় দীর্ঘদিন ধরে তিনি বিপুল জনপ্রিয়তা অজর্ন করেছেন।  

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বহু সম্মান অর্জন করেছেন আশা। ২০০০ সালে তিনি ভারতের বিনোদন ক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মবিভূষণ’ খেতাব পান।  

এবার সাংস্কৃতিক অঙ্গনে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।