এবার দীর্ঘ দশ বছর পর বিরতি ভেঙে ক্যারিয়ারের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন গুণী এ শিল্পী। নতুন অ্যালবামটির নাম ‘মেঘলা দু’চোখ’।
শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অ্যালবামটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জি সিরিজের ব্যানারে এটি বাজারে আসছে।
এ প্রসঙ্গে তিমির নন্দী বলেন, ২০০৯ সালে আমার সংগীত জীবনের ৪০ বছর পূর্তিতে সর্বশেষ অ্যালবামটি প্রকাশ করেছিলাম। এবার এক দশক পর নতুন অ্যালবাম শ্রোতাদের উপহার দিচ্ছি।
‘মেঘলা দু’চোখ’ অ্যালবামের মৌলিক-আধুনিক ১৪টি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন-আয়েত হোসেন উজ্জ্বল, খোকন সিরাজুল ইসলাম, মো. রফিকুল হাসান, জাহিদ খান, হারুন মো. আফজাল, সৈকত বিশ্বাস, এস এম আব্দুর রহিম, ইমতিয়াজ ইকরাম, হামিদুল্লাহ দুলাল ও আলী আসকার নুটু। একটি বাদে সবগুলো গানের সুর করেছেন তিমির নন্দী নিজেই।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
জেআইএম