সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে এই নাটক।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্দেশক মুক্তনীল জানান, আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন অনৈতিক এবং মিথ্যা সিস্টেমের ভিত্তিতে জাতিতে জাতিতে পারস্পরিক দ্বন্দ্ব চলছে তো চলছেই।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, শিশির সরকার ও সঞ্জয় হালদার। আলো নিয়ন্ত্রণে তানজিল আহমেল। মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সংগীতে জনি সেন রুবেল ও সাদ্দাম রহমান।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ওএফবি