সোমবার (১৪ অক্টোবর) রাজধানী গুলশানের একটি হলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’র সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইচ্ছা প্রকাশ করেন তোরসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকারসহ সেরা ১২ প্রতিযোগী।
রাফাহ নানজীবা তোরসা বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’র মুকুটটি মাথায় নেওয়ার পর আমার মধ্যে প্রথম যে অনুভূতিটা হয়েছে, সেটা হচ্ছে প্রচুর দায়িত্ববোধ। নিজের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমার যে দায়িত্ববোধ আছে, সেটি এখন তুঙ্গে কাজ করছে। আমি আশা করব, আপনারা সবাই সবসময় আমার পাশে থাকবেন। আমার দেশবাসীর প্রতি আমি খুব কৃতজ্ঞ। ইনআশাল্লাহ আমার বিশ্বাস, নিজের দেশকে, লালা-সবুজের পতাকাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সম্মানজনক জায়গায় নিয়ে যেত পারব এবং ভালোভাবে উপস্থাপন করতে পারব। সবার কাছে আমি দোয়াপ্রার্থী। আমি খুবই আনন্দিত এরকম একটি মঞ্চে নিজেকে বিজয়ী হিসেবে দেখতে পেয়ে।
এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সেরা সুন্দরীরা অংশ নেবেন সেখানে। সবার মধ্য থেকে বাছাই হবে ২০১৯ সালের বিশ্বসুন্দরী। আর এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তোরসা।
ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, তোরসা নির্বাচিত হওয়ায় আমরা অনেক আনন্দিত। কারণে মিস ওয়ার্ল্ড হওয়ার সব ধরনের যোগ্যতা তার মধ্যে আছে বলে আমাদের বিশ্বাস।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা খূল্দ মিয়ামি ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা। সাব ক্যাটাগরিতে বিউটি ইউথ পারপাস নির্বাচিত হয়েছেন নওশিন আফরিন মিম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেরা ১২তে স্থান পাওয়া শান্তা, স্নিগ্ধা রহমান, ত্রিদীপা, প্রিয়ন্তী উর্বী, মিতু, নিশা চৌধুরী, তামান্না, শ্রাবন্তী দাস, মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ফাহিমসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
জেআইএম