পেশায় তিনি একজন চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ। ঢাকার সাধনা (এ সেন্টার ফর দ্যা এডভান্সড অব সাউথ এশিয়ান কালচার) নামের একটি সংগঠনের অন্যতম প্রধান লুবনা।
শিল্প বাড়ি’র এবারের পর্বে অতিথি হয়ে আসছেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম যোদ্ধা লুবনা মরিয়ম। জীবনের নানা ঘটনা, দুর্ঘটনা, হাসি-আনন্দ আর বেদনার কথা বলবেন জিটিভির ‘শিল্পবাড়ি’ অনুষ্ঠানে।
সাহিত্যিক মনি হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কবি আদিত্য নজরুল। শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।
লুবনা মরিয়মের পিতা কাজী নুরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়ে আনুশেহ আনাদিল বাংলাদেশের নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী।
ভারতীয় ধ্রুপদী নৃত্যে অসামান্য অবদান এবং প্রাচীন সংস্কৃত ভাষায় পাণ্ডিত্যের জন্য বিশ্বরত্ন ভূপেন হাজারিকা আন্তর্জাতিক সংহতি পুরস্কারে ভূষিত হন লুবনা মরিয়ম।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
ওএফবি