মঙ্গলবার (১৫ অক্টোবর) রন এলির স্ত্রী ভ্যালেরি লুনডিন এলি জরুরীভিত্তিতে ৯১১ নম্বরে কল করে পুলিশ ডাকেন। সান্টা বারবারা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, এর আগেই আক্রমণকারীর ছুরিকাঘাতে ভ্যালেরির মৃত্যু হয়।
তবে ‘টারজান’খ্যাত অভিনেতা রন এলি নিরাপদ ছিলেন। পুলিশ তার সঙ্গে কথা বলে এবং জানতে পারে, এলির ৩০ বছর বয়সী ছেলে ক্যামেরন এলি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
বিলাসবহুল বাড়িটির বাইরে ক্যামেরনকে খুঁজে পায় পুলিশ। তিনি পুলিশের সামনে হুমকিস্বরূপ দেখা দিলে চারজন পুলিশ তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশের বিবৃতিতে এটা বলা হয়নি, ছেলেটি কী এমন করেছিলেন যা পুলিশের কাছে হুমকিস্বরূপ ছিল।
৮১ বছর বয়সী রন এলি জনপ্রিয় এনবিসি সিরিজ ‘টারজান’ (১৯৬৬-১৯৬৮) অভিনয় করেছিলেন। ১৯৮০ ও ১৯৮১ সালের মিস আমেরিকা প্রতিযোগিতার উপস্থাপক ছিলেন তিনি। ৩৫ বছর আগে মিস ফ্লোরিডা ভ্যালেরিকে বিয়ে করেন রন এলি। তাদের ঘরে তিনটি সন্তান ছিল।
আরও পড়ুন: ‘টারজান’খ্যাত অভিনেতার স্ত্রী ছুরিকাঘাতে নিহত
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমকেআর