সিনেমাটির প্রদর্শন শেষে রীতিমতো দাঁড়িয়ে সংবর্ধনা জানান দর্শকরা। আর এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাহুবলির কলা-কুশলীরাও।
বাহুবলির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, উদ্বোধনের পর রয়্যাল আলবার্ট হলের ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নন ইংলিশ সিনেমা প্রদর্শিত হলো। এটা সত্যিই একটি ঐতিহাসিক ঘটনা। সঙ্গে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রদর্শনী শেষে মঞ্চে উপস্থিত হন বাহুবলির তারাকারা। প্রভাস, রানা দগ্গবতি, আনুশকা শেঠি, এস এস রাজামৌলি সবার সামনে এসে অভিবাদন জানান। তখন হলভর্তি দর্শক দাঁড়িয়ে সংবর্ধনা ও উচ্ছ্বাস প্রকাশ করেন। বাহুবলির কুশীলবদের জন্য এটা নিঃসন্দেহে বড় একটি সম্মানজনক অধ্যায়।
প্রদর্শনী শেষে একটি প্রশ্নোত্তর পর্বে কথা বলেন প্রভাস, রানা দগ্গুবতি, আনুশকা ও এসএস রাজামৌলি।
রাজামৌলি এখন ইতিহাসনির্ভর ‘আরআরআর’ সিনেমার কাজে ব্যস্ত। এতে অভিনয় করছেন রামচরণ ও জুনিয়র এনটিআর।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমকেআর