২১ অক্টোবর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে বিবিএফএ’র প্রথম আয়োজন হচ্ছে।
এই জাঁকজমকপূর্ণ আয়োজনের সঞ্চালনায় থাকবেন দুই বাংলার জনপ্রিয় দুই উপস্থাপক।
উপস্থাপনা প্রসঙ্গে নাজিম জয় বলেন, বাংলাদেশের দর্শক আমার উপস্থাপনা পছন্দ করেন। আন্তর্জাতিক অঙ্গনের কোনো উপস্থাপকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপনা করার সাহস ও যোগ্যতা আমার আছে। আশা করি, আমি এতে সফল হব।
এই আয়োজনে দুই বাংলার তারকাদের তুলে দেওয়া হবে নানা বিষয়ে সম্মাননা। এর মধ্যে থাকছে সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা ছবি, সেরা মিউজিকসহ সিনেমার বিশটি বিভাগ।
ভারতের পক্ষ থেকে নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিক ও বাংলাদেশের পক্ষ থেকে বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা বেগমকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে।
আরও পড়ুন: আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা ও রঞ্জিত মল্লিক
প্রথম বছর অ্যাওয়ার্ডে বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে জুরি কমিটিতে থাকছেন পাঁচজন করে মোট দশজন বিশেষজ্ঞ। বাংলাদেশ থেকে জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর, কবরী, ইমদাদুল হক মিলন, খোরশেদ আলম খসরু ও হাসিবুর রেজা কল্লোল। আর ভারত থেকে রয়েছেন গৌতম ঘোষ, ব্রাত্য বসু, গৌতম ভট্টাচার্য, অঞ্জন বোস ও তনুশ্রী চক্রবর্তী।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় আছে ভারতের জি-বাংলা ও বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। এর মূল উদ্যোক্তা ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা ও গানবাংলা টেলিভিশন।
এযাবৎকাল বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা নিয়ে বিভিন্ন জাঁকজমক আওয়ার্ড অনুষ্ঠান হতে দেখা গেছে। পিছিয়ে ছিল বাংলা সিনেমা শিল্প। এবার সেই ঘাটতি পূরণে বড় একটি উদ্যোগ হলো বিবিএফএ। ভারত ও বাংলাদেশের বাঙালি তারকাদের যৌথভাবে সম্মাননা জানানোর মধ্য দিয়ে বাংলা সিনেমা আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী আয়োজকরা।
প্রথমবার বিবিএফএ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে। পরবর্তীতে এই আয়োজন লন্ডন এবং তারপর সিঙ্গাপুরে এই অ্যাওয়ার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
মনোনয়ন প্রাপ্তদের তালিকা:
বাংলাদেশ:
আজীবন সম্মাননা: আনোয়ারা বেগম।
সেরা ছবি: পাঠশালা, দহন, সুপার হিরো, দেবী ও নোলক।
সেরা পরিচালক: ফয়সাল রদ্দি-আসিফ ইসলাম, রায়হান রাফি, নাসির উদ্দীন ইউসুফ ও অনম বিশ্বাস।
সেরা অভিনেতা: শাকিব খান, মোস্তফা মনোয়ার ও সিয়াম আহমেদ।
সেরা অভিনেত্রী: জয়া আহসান, পূজা চেরি, ইয়ামিন হক ববি, নুসরাত ইমরোজ তিশা।
সেরা জনপ্রিয় ছবি: পাসওয়ার্ড, পোড়ামন ও দেবী।
বেস্ট মিউজিক: হৃদয় খান ও শওকত আলী ইমন সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ): আরিফ রহমান জয়, আসিফ আকবর, হৃদয় খান, শাহরিয়ার রাফাত, মিনার রহমান ও ইমরান।
সেরা প্লেব্যাক শিল্পী (নারী): দিলশাদ নাহার কনা, সোমনুর মনির কোনাল, ফাতিমা তুজ জোহরা ঐশি ওও ইয়াসমিন লাবন্য।
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড: তাসকিন রহমান ও বিদ্যা সিনহা সাহা মীম।
ভারত:
আজীবন সম্মাননা: রঞ্জিত মল্লিক
সেরা ছবি: এক যে ছিল রাজা, নগর কীর্তন, সোনার পাহাড়, ব্যোমকেশ গোত্র ও মহালয়া।
সেরা পরিচালক: কৌশিক গাঙ্গুলি, শ্রীজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়, ধ্রুব ব্যানার্জি ও পরমব্রত চট্টোপাধ্যায়।
সেরা অভিনেতা: প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, ঋদ্ধি সেন, শুভাশীষ মুখার্জি, আবির চ্যাটার্জি ও রুদ্রনীল ঘোষ।
সেরা অভিনেত্রী: পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত ও অপর্ণা সেন।
বেস্ট মিউজিক: অনুপম রায়, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রনীল দাশগুপ্ত ও বিক্রম ঘোষ।
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ): রুপঙ্কর বাগচি, মৃন্ময়, অনুপম রায়, অনির্বাণ ভট্টাচার্য ও রাজ বর্মন।
সেরা প্লেব্যাক শিল্পী (নারী): শ্রেয়া ঘোষাল, লগ্নজিতা চক্রবর্তী ও নিকিতা গান্ধী।
স্পেশাল জুরি অ্যাওয়ার্ড: যিশু সেনগুপ্ত ও দামিনি বেনী বসু।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমকেআর