বক্স অফিসে প্রথম দিনে মাত্র ৪৮ লাখ রুপি আয় করেছে ‘লাল কপ্তান’। বলা যায় একই দিনে (১৮ অক্টোবর) মুক্তিপ্রাপ্ত অ্যাঞ্জেলিনা জোলির ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব এভিল’র কাছে হেরে গেছে নবদীপ সিং পরিচালিত সিনেমাটি।
অথচ ‘লাল কপ্তান’ সিনেমাটি দারুণ আলোচিত ছিল। দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলতে তিন ধাপে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। একজন নাগা সাধু রূপে উগ্র ও বিধ্বংসী চরিত্রে সাইফ আলি খান আবির্ভূত হয়েছেন এই সিনেমায়। ভারতের স্বাধীনতার আগের একটি কাহিনী অবলম্বনে সিনেমাটি নির্মিত।
‘লাল কপ্তানে’ সাইফের সঙ্গে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, দীপক দোব্রিয়াল, মানব বীজ ও জোয়া হুসাইন।
সাইফের আগামী সিনেমা অজয় দেবগণের সঙ্গে ‘তানাজি: দ্য আনসাং হিরো’, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘দিল বেচারা’ ও ‘জওয়ানি জানেমান’।
‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অব এভিল’ সিনেমাটি ঢাকায় স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমকেআর