ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘আমি মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন নই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
‘আমি মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন নই’ ‘মোহম্মদ ইলিয়াস কাঞ্চন’ পরিচয় অস্বীকার করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন

বড় পর্দা কাঁপানো একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দাবি করেছেন তিনি ‘মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন’ নন। এই বলে তিনি অভিনেতা সোহেল খানের পাঠানো একটি কারণ দর্শানোর নোটিশও প্রত্যাখ্যান করেছেন তিনি। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার, ২৫ অক্টোবর।  

২০১৯-২০২১ মেয়াদে শিল্পী সমিতির এই নির্বাচন স্থগিত করতে আদালতের নিষেধাজ্ঞার জন্য আর্জি জানিয়েছিলেন এই সমিতির সাবেক সদস্য মো. সোহেল খান।

তার আবেদন বিবেচনায় নিয়ে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শিল্পী সমিতির নির্বাচন কেন স্থগিত করা হবে না, তিন দিনের মধ্যে তার কারণ দর্শাতে নির্দেশ দেন।  

এই কারণ দর্শানোর নোটিশ নিয়ে ২৪ অক্টোবর বিএফডিসিতে আসেন আদালতটির পেশকার এস এম শফিউর রহমান।  

শিল্পী সমিতির নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার কাছে পেশকার আদালতের নোটিশ দিলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন।

নিষেধাজ্ঞা সংক্রান্ত নোটিশটি গ্রহণ না করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি ‘মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন’ নই। আমার নাম শুধুই ‘ইলিয়াস কাঞ্চন’। এই চিঠি আমার নয়। অন্যের দায়ভার আমি নেব না। ’

এ কথা বলে ইলিয়াস কাঞ্চন তার জাতীয় পরিচয়পত্র বের করে দেখান। তথ্য-প্রমাণ দ্বারা বুঝিয়ে দেন তিনি শুধুই ‘ইলিয়াস কাঞ্চন’, ‘মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন’ নন। সুতরাং আদালতের চিঠি তিনি গ্রহণ করবেন না। যার তাৎপর্য হলো, ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্ধারিত নির্বাচন হবে।

আদালত প্রেরিত কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।