ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিনেমা তৈরির স্বপ্ন অধরাই থাকলো হুমায়ূন সাধুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
 সিনেমা তৈরির স্বপ্ন অধরাই থাকলো হুমায়ূন সাধুর হুমায়ূন সাধু। ছবি: রাজীন চৌধুরী/ বাংলানিউজ

সৃজনশীল জগতে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়িয়েছেন হুমায়ূন সাধু। নাটকের জগতে ছিল তার অবাধ বিচরণ। সেখানে অভিনয় বা নির্মাণ-দুটোই এনে দিয়েছে বিপুল দর্শকপ্রিয়তা। বিজ্ঞাপনের কাজ করেছেন, ওয়েব সিরিজেও হাত দিয়েছিলেন। তবে, সবচেয়ে বড় স্বপ্ন ছিল সিনেমা নিয়ে। 

ঢালিউডের এই দুর্দিনেও প্রথমবারের মতো সিনেমা নির্মাণের কাজ শুরু করেছিলেন হুমায়ূন সাধু। রূপালি জগৎ নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনা ছিল আরও বিস্তৃত।

কিন্তু, সেই সাধ আর পূরণ হলো না। অধরাই থেকে গেলো সিনেমার সুদিন ফেরানোর স্বপ্ন।

মাসখানেক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পারপারে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু। অসুস্থ হওয়ার কিছুদিন আগে বাংলানিউজ কার্যালয়ে আড্ডায় মেতেছিলেন তিনি, জানিয়েছিলেন সেসময়কার কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

সেদিন ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে সাধু বলেছিলেন, প্রথমবার সিনেমা নির্মাণের কাজ শুরু করেছি। বলতে পারেন এটি নিয়েই বেশি ব্যস্ত।

তবে, সিনেমার নাম বা প্লট জানাতে রাজি হননি তিনি। সেদিন ক্ষোভের সঙ্গেই বলেন, এর আগে আমার একটা গল্পের ধারণা ও নাম চুরি হয়েছে। তাই, পুরোপুরি শুরু না করে এখন কিছুই বলতে চাচ্ছি না। তাছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানও সেটা চায় না।

আরও পড়ুন> না ফেরার দেশে নির্মাতা-অভিনেতা হুমায়ূন সাধু

হুমায়ূন সাধু বলেন, সিনেমা নির্মাণ আমার অনেক দিনের স্বপ্ন। এই গল্পটা আমার, স্ক্রিপ্ট তৈরি করতে প্রায় দুই বছর সময় লেগেছে। রোমান্টিক সিনেমা হবে এটি, বাংলাদেশের দর্শকদের জন্যই বানাবো। মোটামুটি সবকিছু রেডি, কিন্তু সিনেমার কেন্দ্রীয় চরিত্রের শিল্পীদের শিডিউল মেলাতে সময় লাগছে। তাই শুটিং শুরু করতে দেরি হচ্ছে। আশা করছি, চলতি বছরই সিনেমার শুটিং শুরু করতে পারবো।

একটি-দু’টি নয়, সিনেমা নিয়ে বেশ লম্বা পরিকল্পনা ছিল এ নির্মাতার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নাটকের চেয়ে আমি সিনেমা মনোযোগ দিয়ে করতে চাই। আমাদের নাটকে গল্প ও মেকিংয়ে যে পরিমাণ এক্সপেরিমেন্ট হয়েছে, সিনেমায় তার ১০ ভাগও এখন পর্যন্ত হয়নি। অথচ এই এক্সপেরিমেন্ট সিনেমায় হওয়া উচিত। তাই, আমি সিনেমাটা ভালোভাবে করতে চাই।

গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। এরপর হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপরই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেখান থেকে আর ফিরে আসা হয়নি জনপ্রিয় এ নির্মাতা-অভিনেতার।

হুমায়ূন সাধুর শোবিজে পথ চলা শুরু মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে।  ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু হয় তার। সাধু অভিনীত ‘ঊন মানুষ’ ও পরিচালিত ‘চিকন পিনের চার্জার’ নাটক ব্যাপক আলোচিত হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘ননাই’। একটি সিনেমা নির্মাণের কাজও হাতে নিয়েছিলেন তিনি। অভিনয়, নির্মাণ ও লেখালেখি-তিনটিই সমানতালে চালিয়ে যাচ্ছিলেন এ তারকা।

আরও পড়ুন> ‘আমি হচ্ছি ফ্রি বার্ড’

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।