বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) এক নাম্বার ফ্লোরে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এতে পরিচালক, নায়িকা-নায়িকা, সাংবাদিক ও সিনেমাসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
সিনেমাটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘বর্তমান সময়ে তরুণ প্রজন্মের বিভিন্ন নেতিবাচক দিক নিয়ে সিনেমাটি বানাচ্ছি। তাদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন ধরনের খামখেয়ালির কারণে একটা সময় বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর তাদের বোধোদয় জাগে, অনুশোচনায় ভোগেন। বুঝতে পারেন- কিছু ভুল ক্ষমার অযোগ্য, হারানো সময় ফিরিয়ে দেয় না। আমার বিশ্বাস গল্পটি তরুণ প্রজন্মের হৃদয়ে ইতিবাচক মনোভাব তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। ’
তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে খুব বেশি চরিত্র নেই। পাঁচ-থেকে সাতটি চরিত্র থাকছে। তবে নায়ক থাকছে দুজন। দ্বিতীয় নায়ক এবং অন্যান্য অভিনয়শিল্পীদের নাম অচিরেই ঘোষণা করবো। ’
ঢাকার পাশাপাশি ডিসেম্বরে সিলেট ও খাগড়াছড়িতে ‘উন্মাদ’র শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক অপূর্বরানা।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ওএফবি