মহাভারতের অন্যতম কেন্দ্রীয় নারী চরিত্র দ্রৌপদী। এ নারী চরিত্রটি ঘিরেই মহাভারতের কাহিনী অনেকটা আবর্তিত হয়েছে।
এই মহীয়সী নারীর চরিত্রে রূপদান করতে পেরে দারুণ উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করতে পেরে আমি সত্যিসত্যিই দারুণ শিহরিত ও সম্মানিত। আমি সত্যিই বিশ্বাস করি, এটি একটি চিরকালীন চরিত্র। ’
‘ঐতিহাসিক কাহিনী ও সাংস্কৃতিক প্রভাবের জন্যই মহাভারত ব্যাপক জনপ্রিয়। জীবনের অনেক শিক্ষাই আমরা মহাভারত থেকে নিয়ে থাকি। কিন্তু পুরুষ চরিত্রগুলোকেই বারবার আদর্শ দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা হয়। এখন নতুন করে এই কাহিনী নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সময় এসেছে। এটা দারুণ হবে এবং খুব তাৎপর্যপূর্ণও হবে’, যোগ করেন দীপিকা।
প্রযোজক মধু মন্টেনার সঙ্গে সিনেমাটি দীপিকাও প্রযোজনা করবেন। বিভিন্ন নির্মাতার সঙ্গে তারা এ বিষয়ে আলোচনা শুরু করেছেন।
দুই তা ততোধিক পর্বে মহাভারত ইউনিভার্স নির্মিত হবে। প্রথম পর্বটি ২০২১ সালের দিওয়ালিতে মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনা চলছে।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এমকেআর