এ উপলক্ষে ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য। জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য ভিন্ন ধারার এই আয়োজনের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
উত্তরায়ণ'র পরিচালক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
লিলি ইসলাম বলেন, ‘এবারের আয়োজন সাজানো হয়েছে হয়েছে রবীন্দ্রনাথের ইউরোপ ভ্রমণের সময় রচিত গানগুলি দিয়ে। কবিগুরু অসম্ভব ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। তবে তিনি শুধু ভ্রমণই করতেন তা নয়, যখন যে দেশে গিয়েছিলেন সে দেশ সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়েছেন। তার লেখনীতে বারবার সে দেশের সমাজ, রাজনীতি, প্রকৃতি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক নানাভাবে উঠে এসেছে। ’
‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যবৃন্দ। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
জানা যায়, রবীন্দ্রনাথের ইউরোপ ভ্রমণকালে রচিত ২০টি গান ও গল্প ‘ইউরোপে রবীন্দ্রনাথ’-এ তুলে ধরা হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
জেআইএম