সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘চির উন্নত মম শির’ শীর্ষক অনুষ্ঠান। এর আয়োজক নজরুলসংগীত শিল্পী পরিষদ।
অনুষ্ঠানে রেবেকা সুলতানার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও আয়োজক কমিটির সহ-সভাপতি শাহীন সামাদ এবং ড. নাশিদ কামাল।
এ প্রসঙ্গে রেবেকা সুলতানা বাংলানিউজকে বলেন, ‘নজরুলসংগীত শিল্পী হিসেবে এই সম্মাননা আমাকে গর্বিত করেছে। প্রত্যেক বছর একজন নজরুলসংগীত শিল্পীকে এই পুরস্কার দেওয়া হয়। এবার আমাকে মনোনীত করায় নজরুলসংগীত শিল্পী পরিষদ কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’
সম্মাননা পর্ব শেষে সংগীত সন্ধ্যায় গান করেন বেশ কয়েকজন নজরুলসংগীত শিল্পী। এর মধ্যে রয়েছেন ড. নাশিদ কামাল, ইয়াসমীন মুশতারী, রেবেকা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে রেবেকা সুলতানা নজরুলের ‘মোরে ডেকে লও সেই দেশে’ শীর্ষক কাব্যগীতিটি গেয়ে শোনান উপস্থিতিকে।
এদিকে রেবেকা অচিরেই নজরুলসংগীতের নতুন অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। এখন গান নির্বাচনের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
ওএফবি